Monday, November 3, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Copa America 2024

কোপার ফাইনালে আর্জেন্টিনা, নয়া রেকর্ড মেসির

দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

Follow us on :

কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় মেসির আর্জেন্টিনা। আর এই ম্যাচে গোল পেয়ে নয়া রেকর্ড গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে এদিনের ম্যাচে দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই সেমিতে নেমেছিল আর্জেন্টিনা। চোট সারিয়ে মেসি ফেরায় সেই শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই।

আর্জেন্টিনার প্রথম গোল ম্যাচের ২৩ মিনিটে। মাঝমাঠ থেকে ডিপল বল বাড়ান অ্যালভারেজকে। তাতেই কানাডার রক্ষণ ভেঙে যায়। বোম্বিতো শেষ চেষ্টা করলেও সফল হননি। ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন অ্যালভারেজ। আর্জেন্টিনার দ্বিতীয় গোল ৫১ মিনিটে। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলেন অধিনায়ক মেসি। এটাই এ বারের প্রতিযোগিতায় তাঁর প্রথম গোল। কানাডার ফুটবলারদের দাবি ছিল মেসি অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন। রেফারি ‘ভিএআর’এর সাহায্য নিয়ে জানিয়ে দেন গোল বৈধ। এই গোলে মেসি স্পর্শ করলেন নতুন মাইলফলক। ইরানের আল দায়িকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

Entertainment