ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) এক পানশালা (Pub) থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে উধাও হয়ে গেল এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। যে বিল্ডিংয়ে ওই পানশালা সেখানকার এক নিরাপত্তা কর্মী পুলিশকে ফোন করে জানান, অনুপ্রবেশ করেছে এক ‘সশস্ত্র’ ব্যক্তি। কিন্তু পুলিশের বড় দল এসে বহুতলের প্রত্যেকটি তলা এবং ঘর খুঁজে কারও হদিশ পাননি। পুরো ঘটনা নিয়ে ধন্দে বেঙ্গালুরুর পুলিশ।
মালেশ্বরম ১৭তম ক্রস (Malleshwaram 17th Cross) এলাকায় এক বহুতলের মধ্যে রয়েছে জিওমেট্রি ব্রিউয়ারি অ্যান্ড কিচেন (Geometry Brewery and Kitchen) নামে এক পানশালা সহ রেস্তোরাঁ। বহুতলের নিরাপত্তা কর্মী হেল্পলাইন নম্বরে ফোন করে জানান ভোররাত ৪.০৩ নাগাদ এক সশস্ত্র অনুপ্রবেশকারীর আগমন ঘটেছে।
পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর শাখা) সাইদুলু আদাবাথের নেতৃত্বে পুলিশের কুইক রেসপন্স টিম বহুতলটি ঘিরে ফেলে। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। ওই নিরাপত্তা রক্ষী আগে থেকেই বহুতলের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন যাতে অনুপ্রবেশকারী বেরতে না পারে। কিন্তু প্রচুর তল্লাশির পরেও কারও টিকি খুঁজে পাওয়া যায়নি।
ওই নিরাপত্তা রক্ষী পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীর পরনে ছিল কালো পোশাক, হাতে দস্তানা এবং মুখে মাস্ক এবং সঙ্গে ছিল একটি পিস্তল। বহুতলের সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে প্রথম দিকে কোনও একজনের গতিবিধি বোঝা যায়। কিন্তু তারপরেই আর কিছু নেই। পুলিশের ধারণা, ওই দুষ্কৃতী সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছে। মনে করা হচ্ছে, ওই বিল্ডিং তার চেনা।