Thursday, December 18, 2025
spot_img
27 C
West Bengal

Latest Update

Aroop Biswas

Aroop Biswas | ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ ইস্তফা দিলেন অরূপ, মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি

Follow us on :

ওয়েব ডেস্ক: যুবভারতী ক্রীড়াক্ষেত্রে কেলেঙ্কারিকে ঘিরে চলা বিতর্কের মাঝেই ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ।

বর্তমানে অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী। তবে তিনি শুধুমাত্র ক্রীড়া দফতর থেকেই অব্যাহতি চেয়েছেন। ফলে তাঁর ইস্তফাপত্র গৃহীত হলেও তিনি মন্ত্রিসভায় থেকে যাবেন এবং বিদ্যুৎ দফতরের দায়িত্ব সামলাবেন।

মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও চিঠির ডান দিকের উপরে সোমবারের তারিখ—১৫ ডিসেম্বর, ২০২৫—উল্লেখ রয়েছে। সমাজমাধ্যমে পোস্ট করা চিঠির নীচে অরূপ বিশ্বাসের স্বাক্ষর দেখা যায়নি। তবে টালিগঞ্জের অরূপ-ঘনিষ্ঠ একাধিক নেতার দাবি, চিঠির হাতের লেখা সম্পূর্ণভাবে মন্ত্রীর হাতের লেখার সঙ্গে মিল রয়েছে।

এদিকে, অরূপ বিশ্বাস ক্রীড়া দফতরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন জানানোর পরেই ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের শীর্ষ আধিকারিকদের নবান্নে তলব করা হয়েছে। মঙ্গলবার দুপুরেই তাঁরা নবান্নে পৌঁছেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Entertainment