Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Masum Khan

বলিউড স্টারদের নকল করে প্রচুর রোজগার বাংলার যুবকের

সঞ্জয় দত্ত এবং সলমন খানের ভক্ত মাসুম

Follow us on :

দক্ষিণ দিনাজপুর: মাসুম খান (Masum Khan)। নাম তো শুনা হোগা। হ্যাঁ, অনেকটা সেরকমই। কারণ, মাসুম খান এখন ভাইরাল। কীসের জন্য ভাইরাল বলুন তো? বলিউড সুপারস্টারদের নকল করে তিনি এখন বিখ্যাত। আর রোজগারও করছেন বেশ ভালোরকম। কী একটু কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটু খুলেই বলা যাক।

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং সলমন খানের (Salman Khan) ভক্ত মাসুম। ছোট থেকেই তাঁদের দেখে আসছেন এবং নকল করছেন। বাবার ছোটখাটো সিমেন্টের ব্যবসার সাহায্য করার সঙ্গেই চলছিল পড়াশোনা, এমনকী এলাকায় এক থিয়েটার ক্লাসেও যোগ দেন। ব্যবসা চলছিল না, তারপর কলেজ ছেড়ে দিয়ে দিল্লি চলে যাচ্ছেন ভবিষ্যত গড়ার আশায়। কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে ফিরে আসেন নিজের গ্রামে। তবে প্যাশন ছাড়েননি। বলিউড হিরোদের নকল করেন তিনি, তা দিয়ে বানান কনটেন্ট। সেসব এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কনটেন্ট দিয়েই প্রচুর অর্থ রোজগার করছেন, এমনকী নিজের এলাকায় বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছেন মাসুম।
সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় ‘বাস্তব’ চলচ্চিত্রের একটি দৃশ্য পুনর্নির্মান করলেন মাসুম, তা দারুণ ভাইরাল হল। এরপর ‘মুন্না ভাই’ চরিত্র নকল করে তো আরও ছড়িয়ে পড়লেন তিনি। গ্রামের মানুষের কাছে বিখ্যাত হয়ে উঠলেন মাসুম। তিনি জানিয়েছেন, পছন্দের কাজের মাধ্যমে আয় করার থেকে বেশি আনন্দ আর কিছুতে নেই।

Entertainment