স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ৫ উইকেটের সংখ্যার বিচারে ছুঁয়ে ফেলেছেন শেন ওয়ার্নকে। এবার নয়া রেকর্ডের সামনে দাঁডিয়ে অ্যাশ।
কী সেই রেকর্ড?
কানপুরে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট দখলকারীর নাম কপিল দেব। ২৫টি উইকেট রয়েছে কপিল দেবের ঝুলিতে। আর রবিচন্দ্রন অশ্বিনের কানপুরে এখনও পর্যন্ত ১৬ উইকেট রয়েছে। তাই পার্থক্য শুধু ৯ উইকেটের। কানপুরের পিচ যদি স্পিন সহায়ক হয় তাহলে, হয় কপিল দেবের সমান সমান বা তাঁকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অশ্বিনের। তাই এই রেকর্ড অশ্বিন করতে পারলে, অন্যতম মাইল ফলক স্পর্শ করতে পারবেন অশ্বিন। ক্রিকেটপ্রেমীদের আশা অশ্বিনের পক্ষে এই রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা। উত্তরের অপেক্ষায় ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত-বাংলাদেশ টেস্ট।