কলকাতা: আরজি করের ঘটনার (RG Kar Incident) প্রতিবাদে রোজই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। রাজনৈতিক দলগুলোও বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। বিক্ষোভ, ধর্না, প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হচ্ছে। পুলিশ মিছিল আটকাতে গেলেই সৃষ্টি হচ্ছে ধুন্ধুমার পরিস্থিতির। শুধু কলকাতা নয়, বিক্ষোভ-প্রতিবাদ চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এমনকি, দেশের বিভিন্ন প্রান্তেও একই ছবি। এই পরিস্থিতিতে দেশের সব রাজ্যকে তাদের আইনশৃঙ্খলা সম্পর্কে তথ্য দিতে বলল কেন্দ্র। এ বিষেয় নোটিশও জারি করা হয়েছে।
নোটিশে কী জানানো হয়েছে?
দু’ঘণ্টা অন্তর সেই রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে হবে। ইমেল, ফ্যাক্স বা হোয়াট্সঅ্যাপের মাধ্যমে রিপোর্ট দিতে পারবে রাজ্য। রিপোর্ট যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের কন্ট্রোল রুমে। শুধু তা-ই নয়, যদি কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তবে তৎক্ষণাৎ তা কেন্দ্রকে জানাতে হবে। কেন্দ্রের কাছে রাজ্যগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যাতে সব রকম তথ্য থাকে, সেই কারণেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। গত ১৬ অগাস্ট রাজ্যগুলির কাছে এসে পৌঁছেছে এই বার্তা।