Thursday, January 8, 2026
spot_img
12.9 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

Mamata Banerjee | ১৭০০ কোটি টাকার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে কাজের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

Follow us on :

ওয়েব ডেস্ক: গঙ্গাসাগর যাতায়াতের সমস্যা মেটাতে চার লেনের নতুন সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সরকারি কর্মসূচির মঞ্চ থেকে তিনি জানান, ১,৭০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই সেতু তৈরি হলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। আগামী দু’থেকে তিন বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানান তিনি। নির্মাণের বরাত দেওয়া হয়েছে এনএনটি সংস্থাকে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মুখে বলি না, কাজে করে দেখাই। একটু হলেও বাংলার মানুষ, সারা বিশ্বের পর্যটক, পুণ্যার্থী এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য গর্ববোধ করছি।” সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মানুষের দীর্ঘদিনের ‘যন্ত্রণা’ কমবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আগে বলা হত—সব সাগর বার বার, গঙ্গাসাগর এক বার। এখন মানুষ বলেন—সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।”

বক্তৃতায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের উল্লেখ করে মমতা বলেন, সাগরসঙ্গমেই উপন্যাসের নায়ক নবকুমার হারিয়ে গিয়েছিলেন। নতুন সেতু নির্মিত হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের আরও উন্নতি হবে বলেও জানান তিনি।

২০১১ সালের পর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই সময়ে জেলায় ৩৭টি ছোট, মাঝারি ও বড় সেতু তৈরি হয়েছে। হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতু নির্মাণের ফলে বকখালি যাতায়াত অনেক সহজ হয়েছে। সাগরদ্বীপে বিদ্যুৎ পৌঁছেছে, তৈরি হয়েছে সুন্দরবন পুলিশ জেলা, তিনটি কপ্টার পরিষেবা, একাধিক জেটি, নতুন গঙ্গাসাগর ও কাকদ্বীপ কোস্টাল থানা।

পর্যটন পরিকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। গঙ্গাসাগরে ১০০ শয্যার ডরমেটরি ‘সাগরকন্যা’, ২০টি কটেজ এবং নবান্নের আদলে ‘গঙ্গান্ন’ নামে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও তিনি জানান, ক্যানিং-১ ও ক্যানিং-২ ব্লকে মাতলা নদীর উপর ৬৫ কোটি টাকা ব্যয়ে আরসিসি সেতু তৈরি হয়ে উদ্বোধনও হয়ে গেছে। ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সেগুলির কথাও তিনি এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন। পাশাপাশি, এসআইআরের শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করতেও শোনা যায় মুখ্যমন্ত্রীকে।

Entertainment