Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Ravindra Jadeja

Ravindra Jadeja | বিজেপিতে রবীন্দ্র জাদেজা!

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)? প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর স্ত্রী রিভাবাই জাদেজার একটি পোস্ট ঘিরে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জাদেজার স্ত্রী। তারপরেই জাদেজার বিজেপিতে যোগ নিয়ে প্রবল জল্পনা।

তবে জাদেজার সঙ্গে কেন্দ্রীয় শাসক দলের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। স্ত্রী রিভাবা গুজরাটের জামনগর কেন্দ্রের বিধায়ক। এমনকি নির্বাচনের সময় স্ত্রীর প্রচারেও বহুবার অংশ নিতে দেখা গিয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে। রোড শো করেছেন, রালিতে অংশ নিয়েছেন। টি২০ বিশ্বকাপের পর সস্ত্রীক জাদেজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

কিন্তু জাদেজার রাজনীতির নতুন ইনিংস শুরু নিঃসন্দেহে এক আলাদা মাত্রা যোগ করেছে তবে এখনই তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে না বলে মনে করছেন নেটনাগরিকরা। হয়তো শুধু মাত্র স্ত্রীর অনুরোধ রাখতেই বিজেপির এই সদস্যপদ গ্রহণ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্র জাদেজা অন্যতম সেরাদের তালিকায় রয়েছেন। টি২০ ফরম্যাটে অবসরের আগে জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ ম্যাচে ৫১৫ রান করেছেন ৫৪ উইকেট সহ। সেরা পারফরম্যান্স ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট। টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও জাদেজা খেলা চালিয়ে যাবেন আইপিএলে। এছাড়াও দেশের জার্সিতে খেলতে দেখা যাবে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে।

ডিসেম্বরে ICC-র দায়িত্ব নেবেন জয় শাহ, নতুন সচিব কে?

Entertainment