Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Deepika Padukone

গণেশ পুজো দিয়েই হাসপাতালে রণবীর-দীপিকা! সন্তান আসছে কবে?

Follow us on :

ওয়েব ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে হাজির তারকা জুটি। এদিন গণেশ পুজো দিয়েই হাসপাতালে যান এই রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে সন্তান?

যে ভিডিও ভাইরাল হয়েছে রণবীরের পরনে ছিল ঘিয়ে রঙের পাজামা-কুর্তা। হবু মায়ের পরনে ছিল সবুজ সিল্কের বেনারসি শাড়ি। তার ঠিক পরের দিনই হাসপাতালে হাজির হলেন তাঁরা। হাসপাতালের বাইরে তারকা জুটিকে ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। দেখুন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমন হবে। প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। কিন্তু পরে জানা যায়, মুম্বইয়েই জন্ম নেবে তারকা দম্পতির সন্তান।

Entertainment