Thursday, January 8, 2026
spot_img
12.9 C
West Bengal

Latest Update

Dev

Dev | SIR শুনানিতে ডাক দেবের, যাবেন?

Follow us on :

ওয়েব ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানিতে তলব করা হয়েছে সাংসদ-অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারীকে। তাঁর পরিবারের আরও তিন সদস্যও একই নোটিস পেয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেব পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। ঘাটালে জন্ম হলেও বাবার কর্মসূত্রে ছোটবেলায় তিনি সপরিবারে মুম্বইতে চলে যান। পরবর্তীতে ফের পশ্চিমবঙ্গে ফিরে এসে অভিনয় জগতে প্রতিষ্ঠা পান। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার স্থায়ী বাসিন্দা। কী কারণে তাঁকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পিটিআই জানিয়েছে, নির্দিষ্ট দিনে শুনানিকেন্দ্রে হাজির হয়ে দেব ও তাঁর পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। তবে শুনানির দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় নির্বাচন কমিশন তাঁদেরই ডেকে পাঠাচ্ছে, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে এনুমারেশন ফর্মে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। এই ভোটারদের ‘আনম্যাপড’ তালিকায় রাখা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ১.৩৬ কোটি সন্দেহভাজন ভোটার রয়েছেন, যাঁদেরও শুনানিতে হাজির হতে হবে। তবে ৮৫ বছরের বেশি বয়সি নাগরিক, গুরুতর অসুস্থ বা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে শুনানিকেন্দ্রে আসার বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে কমিশনের প্রতিনিধিরা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। দেব ও তাঁর পরিবারের সদস্যদের ঠিক কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এসআইআর প্রক্রিয়া এবং শুনানি নিয়ে প্রথম থেকেই সরব শাসক তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি। সেই কারণেই ভোটারদের শুনানিতে ডেকে অযথা হয়রানি করা হচ্ছে বলে দাবি শাসকদলের। দেবের মতো ব্যস্ত সাংসদ ও জনপ্রিয় অভিনেতাকে তলব করার ঘটনাতেও তৃণমূল আপত্তি তুলেছে। পাশাপাশি, টলিউডের আরও কয়েকজন অভিনেতাও এসআইআর শুনানির নোটিস পেয়েছেন বলে খবর।

Entertainment