Thursday, December 18, 2025
spot_img
27 C
West Bengal

Latest Update

যুবভারতী কাণ্ডে শোকজ ডিজি-সিপি বিধাননগর, সাসপেন্ড ডিসি অনীশ সরকার

Follow us on :

ওয়েব ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলা ও অব্যবস্থার অভিযোগে একের পর এক কড়া প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) রাজীব কুমারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছ থেকে জবাব তলব করেছে নবান্ন। একই সঙ্গে বিধাননগর পুলিশের কমিশনার (CP) মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে।

তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজীব কুমারকে শোকজ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

এছাড়াও যুবভারতীকাণ্ডে ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিন্হাকেও শোকজ নোটিস পাঠানো হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে রাজ্য সরকার ৪ জন আইপিএস আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। ওই SIT-এ রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলিধর।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই কড়া সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে শোকজ ও বিভাগীয় তদন্তের পথে হাঁটল রাজ্য সরকার।

Entertainment