Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Supreme Courts

শুধু হিন্দু নয়, মুসলিম মহিলাদেরও এবার খোরপোশ অধিকার

বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে

Follow us on :

নয়াদিল্লি: না, শুধুমাত্র হিন্দু মহিলারাই নন। এবার থেকে বিবাহবিচ্ছেদ হলে মুসলিম মহিলারাও (Divorced Muslim Woman) তাঁদের স্বামীর থেকে খোরপোশ দাবি করতে পারেন। এমনই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে।

জানা গিয়েছে, তেলেঙ্গানায় এক মুসলিম ব্যক্তি ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ দিতে চাননি। পারিবারিক আদালত তাঁকে মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হন তেলেঙ্গানার হাই কোর্টের। উচ্চ আদালতও একই রায় দিলে তিনি পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালতেও সেই পিটিশনকে খারিজ করে দেওয়া হয়েছে।

রাজ্যে ৪ উপনির্বাচনে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ

এদিন বিচারপতি নাগারত্ন বলেন, ‘আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি। সেই সঙ্গে এই সিদ্ধান্তে আসছি যে ফৌজদারি আইনের ১২৫ ধারা সমস্ত মহিলার ক্ষেত্রেই প্রযোজ্য, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই নয়।” সেই সঙ্গেই তিনি আরও বলেন, ”অনেক স্বামীরা বুঝতেই পারেন না যে তাঁদের স্ত্রী, যাঁরা গৃহবধূ, তাঁদের উপরে মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার।’

Entertainment