Monday, April 21, 2025
spot_img
29.4 C
West Bengal

Latest Update

Myanmar Earthquake

Myanmar Earthquake | যেন মিনি সুনামি, মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে কী হল পড়ুন

Follow us on :

ওয়েব ডেস্ক: মধ্য মায়ানমারে তীব্র ভূমিকম্প (Myanmar Earthquake)। ভেঙে পড়ল ব্রিজ, বাড়ি। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সবাই। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠল মণিপুরও। মৃদু কম্পন অনুভূত কলকাতাতেও। টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। নড়ল পূর্ব ভারতের বিভিন্ন এলাকা। পিঠোপিঠি দুটি কম্পন। কয়েক মিনিটের মধ্যেই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ ও পরে আফটারশকের মাত্রা ৬.৪। শুক্রবার দুপুরে ভারতীয় সময় বেলা ১১ টা ৫০ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের সেজেইং শহর থেকে ১৬ কিম উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মায়ানমারের কিছু কিছু এলাকায় এই ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাঙ্ককে সুইমিংপুলের জল উছলে ওঠে। ভূকম্প অনুভূত হল বাংলাদেশ ও চীনেও। চীনের ইউনান প্রদেশে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করে দেওয়া হয়।

ভেঙে পড়ল মায়ানমারের মান্দালয়ের আইকনিক আভা সেতু। ইরাওয়াদি নদীতে তা ভেঙে পড়ে। বহু বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় চওড়া ফাটল দেখা যায়।  ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে ব্যাঙ্ককে। যা মধ্য মায়ানমার থেকে ৯০০ কিমি দূরে অবস্থিত। তবে এই ভূমিকম্পে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণহানির রিপোর্ট পাওয়া যায়নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারেন অনেকে। এক মাসের ব্যবধানে মায়ানমারে বড় ধরনের দুটি ভূমিকম্প হল। এদিন কলকাতাতে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। রাজধানী দিল্লির আশপাশে এনসিআর এলাকা নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Entertainment