Monday, November 3, 2025
spot_img
22.5 C
West Bengal

Latest Update

Lionel Messi

৪৫ দিন পরে মাঠে ফিরলেন মেসি

Follow us on :

স্পোর্টস ডেস্ক: অবশেষে ৪৫ দিন পরে অনুশীলনে ফিরলেন লিওনেল মেসি (Lionel Messi)। ইন্টার মায়ামির হয়ে অনুশীলন করতে দেখা গেল তাঁকে। আর মেসির অনুশীলন দেখতেই ভিড়ে ভিড়। চিৎকার করে হাততালি দেন মেসি ভক্তরা। যদিও বেশিক্ষণ অনুশীলন করেননি মেসি।

বিশেষজ্ঞদের মতে, এখনই পায়ে বেশি জোর দিতে চাইছেন না মেসি, সেই কারণেই বেশিক্ষণ অনুশীলন করেননি তিনি। ধীরে ধীরে পরিশ্রম বাড়াবেন। মেসি অবশ্য কবে ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকেরা। মায়ামির তরফে জানানো হয়েছে, মেসিকে নিয়ে ঝুঁকি নিচে চাইছেন না তাঁরা। যতক্ষণ দরকার ততক্ষণ সময় দেওয়া হবে মেসিকে।

 

Entertainment