Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Mountain Tour Tips

গরমে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন? রইল প্রয়োজনীয় টিপস

ঘুরতে যাওয়ার আগে কতগুলি বিষয় একটু জেনে রাখা ভালো

Follow us on :

গরমের দাপট বাড়তেই সবার মনে ঘুরতে যাওয়ার চিন্তা। নর্থবেঙ্গল (North Bengal) আর পাহাড় (Mountain) মোটামুটি সবারই পছন্দের জায়গা। দেশের মধ্যেও অনেক জায়গা আছে। আবার বিদেশেও অনেক জায়গা আছে। কিন্তু ঘুরতে যাওয়ার আগে কতগুলি বিষয় একটু জেনে রাখা ভালো।

আবার এমন অনেক মানুষই আছেন, এখনও পাহাড়ে বেড়াতে যাননি। বন্ধুদের কাছে গল্প শুনে মনে মনে একটা আবছা ধারণা হয়েছে মাত্র। অনেককেই প্ল্যান না করে যাওয়ার জন্য বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই পরিকল্পনা ভীষণ জরুরী।

কোন স্টেশনে নামবেন, সেখান থেকে আগে কোথায় যাবেন, কোথায় থাকলে সেখানকার দ্রষ্টব্য সব কেন্দ্রগুলি কাছাকাছি পড়বে, সেই সব আগে থেকে পরিকল্পনা করে রাখলে ঘুরতে যাওয়া সহজ হবে। পাহাড়ের আবহাওয়া ভীষণ খামখেয়ালি। তাই ঘুরতে যাওয়ার ব্যাগ গোছানোর আগে যেখানে যাবেন, সেই জায়গার তাপমাত্রা কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কি না, প্রচণ্ড গরম পড়ে কি না, এই সব বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। তা ছাড়াও পাহাড়ে ভোর এবং রাতের দিকে খুব ঠান্ডা পড়ে। অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতেও সাহায্য করবে জুতো। পাহাড়ে ট্রেকিং করার জন্য আলাদা জুতো পাওয়া যায়।

গরমকালেও পাহাড়ে ঠান্ডা থাকে। তবে কোন সময়ে ঠান্ডা কেমন থাকে, তা ইন্টারনেটে খুঁজলেই পাওয়া যায়। তাই ব্যাগ ভর্তি করে বেশি পোশাক না নিয়ে এমন পোশাক নিন, যা ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। যদি বৃষ্টির সময়ে যান, তা হলে ছাতা-বর্ষাতি নিতে ভুলবেন না। ঘুরতে যাওয়ার দলে শিশু বা বৃদ্ধরা থাকলে প্রয়োজনীয় কিছু ওষুধ সঙ্গে রাখতেই হয়। কিন্তু প্রথম বার পাহাড়ে গেলে যে ওষুধটি একেবারে ভুললে চলবে না, সেটি হল বমির ওষুধ। কারণ, পাহাড়ি পথে প্রথম বার উঠতে বা নামতে গেলে বমি পেতেই পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হাতের কাছে ওষুধ রাখা খুব জরুরি।

Entertainment