Wednesday, January 7, 2026
spot_img
14.7 C
West Bengal

Latest Update

Gold Price

Gold Price | সপ্তাহের শেষে সোনার দাম কত হল?

Follow us on :

ওয়েব ডেস্ক: প্রতিদিনই বদলাচ্ছে সোনার বাজারের ছবি। গত কয়েক মাস ধরে সোনার দাম (Gold Price) কার্যত লাখের ঘরেই ঘোরাফেরা করছে। মাঝেমধ্যে সামান্য পতন লক্ষ্য করা গেলেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতাই বজায় রয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। শনিবার, সপ্তাহের শেষ দিনে গতকালের তুলনায় সোনার দামে অল্প হলেও বৃদ্ধি দেখা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দরের ওঠানামা, ডলার সূচকের পরিবর্তন এবং দেশীয় বাজারে চাহিদার প্রভাবেই প্রতিদিন সোনার দামে এই রদবদল হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও নিয়মিতভাবে সোনার দরের দিকে নজর রাখছেন।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম দাঁড়িয়েছে ১২,৪৮৬ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি গ্রাম ১৩,৬২১ টাকা। গতকাল এই দাম ছিল যথাক্রমে ১২,৪৮৫ টাকা ও ১৩,৬২০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে সামান্য হলেও দাম বেড়েছে।

শুধু কলকাতাতেই নয়, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও আজ সোনার দরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলি। বিশেষ করে যাঁদের বাড়িতে সামনে বিয়ে বা কোনও শুভ অনুষ্ঠান রয়েছে, তাঁদের জন্য সোনার লাগামছাড়া দাম বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশের বিভিন্ন শহরে আজ সোনার দাম?

চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৫৮১ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৩,৭২৫ টাকা।

মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম কলকাতার সমান, অর্থাৎ প্রতি গ্রাম ১২,৪৮৬ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৬২১ টাকা।

দিল্লিতে সোনার দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। সেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৫০১ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৬৩৬ টাকা।

বেঙ্গালুরুতেও কলকাতা ও মুম্বইয়ের মতোই দর রয়েছে—২২ ক্যারেট সোনা ১২,৪৮৬ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১৩,৬২১ টাকা প্রতি গ্রাম।

গুজরাটের আমেদাবাদে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১২,৪৯১ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৩,৬২৬ টাকা নির্ধারিত হয়েছে।

সব মিলিয়ে, সোনার দামের এই ঊর্ধ্বমুখী ধারা কবে স্বস্তি দেবে, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীরা।

Entertainment