Monday, November 3, 2025
spot_img
29.8 C
West Bengal

Latest Update

Harmanpreet Kaur & Smriti Mandhana

Harmanpreet Kaur | প্রথম বার বিশ্বজয়, সব মিলিয়ে কত টাকা পেলেন হরমনপ্রীত-স্মৃতিরা?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে শুধু ট্রফি নয়, এবার অর্থের দিক থেকেও নজির গড়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। পুরস্কারের টাকার অঙ্কে তাঁরা ছাপিয়ে গেলেন পুরুষদের দলকেও। এমনকি ২০২৩ সালের পুরুষদের এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াও পেয়েছিল তার চেয়ে কম অর্থ!

সূত্র অনুযায়ী, বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে ভারতীয় মহিলা দল পেয়েছে ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা। এই অর্থ ভাগ হবে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে। তুলনায়, ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ৩৫.৫ কোটি টাকা। অর্থাৎ, হরমনপ্রীতের দল প্যাট কামিন্সদের চেয়ে ৪ কোটিরও বেশি অর্থ পেয়েছে।

আইসিসি জানিয়েছে, এবার চ্যাম্পিয়ন দলকে গতবারের তুলনায় ২৩৯% বেশি অর্থ দেওয়া হয়েছে। রানার্স-আপ দল পেয়েছে ২৭৩% বেশি পুরস্কার। আগের আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১১ কোটি, রানার্স-আপ দল পেয়েছিল ৫ কোটি টাকা। এবারে সেমিফাইনালে হারা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পেয়েছে ৯.৩ কোটি টাকা করে, যা গতবারের (২.৫ কোটি) প্রায় চারগুণ।

এবারের মোট পুরস্কারমূল্য দাঁড়িয়েছে ১২৩ কোটি টাকা, যা গতবারের ২৯ কোটির প্রায় চারগুণ। ইতিহাসে এই প্রথম আইসিসি পুরুষ ও মহিলাদের ক্রিকেটে সমান পুরস্কারমূল্য চালু করেছে। ফলে এবার মহিলা বিশ্বকাপের পুরস্কার অঙ্ক পুরুষদের গতবারের (৮৪ কোটি) থেকেও বেশি।

গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলিকে দেওয়া হয়েছে ৫.৮ কোটি টাকা, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পেয়েছে ২.৩ কোটি টাকা। এছাড়া, প্রতিটি জয়ী দল পেয়েছে ২৮ লক্ষ টাকা করে ম্যাচ ফি।

আইসিসির পুরস্কার ছাড়াও, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এসেছে আরও সুখবর। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ঘোষণা করেছেন, বিশ্বকাপজয়ী মহিলা দলকে দেওয়া হবে ৫১ কোটি টাকা বোনাস।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর যেমন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা পেয়েছিলেন ১২৫ কোটি টাকা, তেমনই এবার নারী ক্রিকেটারদের জন্যও খুলে গেল কোটি টাকার দরজা। ক্রিকেটবিশ্বে এক নতুন অধ্যায় লিখলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা এবং তাঁদের সতীর্থরা— “চ্যাম্পিয়ন” শুধুই মাঠে নয়, অর্থেও।

Entertainment