স্পোর্টস ডেস্ক: ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরে এ বার আইপিএল জেতার লক্ষ্য রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। রাজস্থান রয়্যালসের নতুন কোচ হয়ে কী বললেন রাহুল দ্রাবিড় সেটা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অন্ত নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের একটি আলোচনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজস্থানের বৈঠকে ঢোকার সময় দ্রাবিড়কে বলতে শোনা যাচ্ছে, “তা হলে এটাই সেই জায়গা যেখানে আইপিএল জেতা যায়।”
পরে তাঁরা কী বলেছেন তা শোনা না গেলেও দ্রাবিড়ের কথা থেকে পরিষ্কার, মাঠে নেমে দল জিতলেও তার পরিকল্পনা শুরু হয় সাজঘরে। এখন থেকেই সেটা শুরু করে দিতে চান দ্রাবিড়। তবে এই মরশুমে রাজস্থান যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে তা দ্রাবিড়ের কথা থেকেই পরিষ্কার।