ওয়েব ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। পুজোর আগেই এসে গেল বাংলাদেশের ইলিশ (Hilsa Fish)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারে যেতে শুরু করেছে পদ্মার ইলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে দু’টি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এখনও পর্যন্ত প্রায় ৮-৯ টন ইলিশ ভারতে এসেছে।
বাংলাদেশের ইলিশের দাম কত?
শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি বাজারে কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে ইলিশের দাম। তবে জোগান এবং চাহিদার উপরে এই দাম ওঠা-নামা করতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, দুর্গাপুজোর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৪৯ টি রফতানিকারক সংস্থাকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। তার মধ্যে প্রাথমিক ভাবে পেট্রাপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার দুই ট্রাক ইলিশ প্রবেশ করল ভারতে।