Thursday, January 8, 2026
spot_img
11.5 C
West Bengal

Latest Update

Humayun Kabir

Humayun Kabir | ব্রিগেডে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান হুমায়ুনকে

Follow us on :

কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। সোমবার দুপুরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সভার প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেড পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেই সময় মাঠে ক্রিকেট খেলছিলেন কয়েক জন যুবক। হুমায়ুনকে দেখেই তাঁরা তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তৃণমূলের কর্মী। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় শেষ পর্যন্ত ব্রিগেড ছাড়তে বাধ্য হন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক।

রাজ্যে বিধানসভা ভোটের আগে ব্রিগেডে সভা করে শক্তি প্রদর্শন করতে চাইছে হুমায়ুন কবীরের দল। হুমায়ুন জানান, আগামী ৩১ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডে সভা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই কারণেই এ দিন মাঠ পরিদর্শনে এসেছিলেন তিনি।

বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে ‘বিজেপির দালাল দূর হটো’ স্লোগান দেন। হুমায়ুনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের মধ্যে এক জন বলেন, “হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন।” তাঁরা নিজেদের গার্ডেনরিচের বাসিন্দা বলেও দাবি করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই গাড়িতে উঠে মাঠ ছাড়েন হুমায়ুন কবীর। গাড়িতে ওঠার আগে তিনি বলেন, “যে কেউ বিক্ষোভ দেখাতে পারে।” রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতে হবে। আমরা সভা করব। কারও হিম্মত থাকলে আটকে দেখাক।

Entertainment