স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। ফর্মে ফিরেছেন রোহিত, বিরাট, শুভমন, শ্রেয়সরা। বুমরাকে না পেলেও ব্যাটারদের ভরসায় চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) নীল-নকশা তৈরি করছেন গুরু গম্ভীর (Gautam Gambhir)। এর মাঝেই দুবাই (Dubai) পাড়ি দিল ভারতীয় দল। শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আসন্ন এই প্রতিযোগিতায় ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তাই মরু দেশের পিচের চরিত্র বুঝে নিতে আগেভাগে দুবাই গেল ভারতীয় দল।
শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে ভারতীয় দলকে দেখা যায় ফুরফুরে মেজাজে। দলের সদস্যরা একে একে বিমানবন্দরে প্রবেশ করেন। সবার আগে ঢোকেন প্রধান কোচ গম্ভীর। পরে ঢোকেন ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। দলের অধিনায়ক রোহিত শর্মা সবার শেষে প্রবেশ করেন বিমানবন্দরে।
দলের সঙ্গে রয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ মর্নি মর্কেল, বিশ্লেষক রায়ান টেন দুশখাতে এবং ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক। সকলকেই বিমানবন্দরে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। সমর্থকদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায় বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য পাওয়া সাফল্য যেন বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে দলকে।
পাকিস্তানের মাটিতে আয়োজিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত গ্রুপ পর্যায়ের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এরপর ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।