কলকাতা: আগামী ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ছয়দিনব্যাপী চলবে ছোট ছবির বড় উৎসব- আন্তর্জাতিক কলকাতা শর্টফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)। ৩০টি দেশের আড়াইশোর বেশি ছবি অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছে। সুইজারল্যান্ড, ঘানা, তাইওয়ান, নরওয়ে চীন এর মধ্যে থেকে বাছাই করে মোট ২০০টি ছবি দেখানো হবে এই শর্ট ফিল্ম ফেস্টিভালে। এরমধ্যে মনোনিত ছবি থাকছে ১০০টি। ৩০টি পুরস্কার দেওয়া হবে।
এই উৎসবে থাকবেন আন্তর্জাতিক, জাতীয় এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র নির্মাতা কলাকুশলী ও বিশিষ্টজনেরা। শিশুদের ছবির পাশাপাশি থাকছে এলজিবিটি কিউ ফিল্ম, মহিলা চরিত্র নির্ভর ছবি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নির্ভর ছবি।
অনলাইন এবং অফলাইন দুই ধরনের স্ক্রিনিং এর ব্যবস্থা থাকছে। www.efilmzone.com এই নির্দিষ্ট ওয়েবসাইটে বিকেল পাঁচটা থেকে অনলাইনে ছবি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই ওয়েবসাইট থেকে ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন উৎসাহী দর্শকেরা। রোটারি সদন ছাড়াও অ্যাডামাস ইউনিভার্সিটি ও বালিগঞ্জ সায়েন্স কলেজে ছবি দেখানোর ব্যবস্থা থাকছে।
Bareilly Ki Barfi | প্রেমের মাসে রি-রিলিজ হচ্ছে ‘বরেলি কি বরফি’