স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট এবং হার। দ্বিতীয় টেস্টে পুনেতে দেশের মাটিতে ঘূর্ণি পিচে দিশেহারা ভারতের ব্যাটিং এবং হার। অর্থাৎ ব্যাক টু ব্যাক ম্যাচ (Ind vs NZ) হেরে সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলে নিয়ম বদল।
কী সেই নিয়ম? জেনে নেওয়া যাক-
সাধারণত কোনও টেস্টের আগে ঐচ্ছিক অনুশীলন হয় ভারতীয় দলে। দলের পেসার ও সিনিয়র ক্রিকেটারেরা বিশেষ অনুশীলন করেন না। তাঁরা টেস্টের আগে নিজেদের তরতাজা রাখেন। কিন্তু বেঙ্গালুরু ও পুণেয় নিউজিল্যান্ডের কাছে হারের পর সেই নিয়মে বদল হয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং কমিটি দলের সকল ক্রিকেটারকে একটি নির্দেশ দিয়েছেন। ওয়াংখেড়েতে ১ নভেম্বর থেকে টেস্ট শুরু হওয়ার আগে দু’টি অনুশীলন হবে। সেই দু’টি অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারকে থাকতে হবে। ৩০ ও ৩১ অক্টোবর সেই দু’টি অনুশীলন হবে। কোনও ক্রিকেটার চাইলেও তা এড়াতে পারবেন না। জানা গিয়েছে, দু’দিনই পুরো অনুশীলন হবে।