স্পোর্টস ডেস্ক: ৫১৫ রানের টার্গেট, সেই সঙ্গে ভারতীয় বোলারদের নিখুঁত বোলিংই বাংলাদেশকে হারিয়ে দিল। ২৮০ রানে প্রথম টেস্ট (India vs Bangladesh) জিতে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ঘরের মাঠে ৬ উইকেট আর সেঞ্চুরি করে ম্যাচের সেরা হলেন রবিচন্দন অশ্বিন।
জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৩৪ রানে। অর্থাৎ, ২৮০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। অশ্বিন ২১ ওভার বল করে ৮৮ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। জাদেজা ৫৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ২৪ রানে ১টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে। ১২টি টেস্ট জিতেছে ভারত। দু’টি ম্যাচ ড্র হয়েছে।