স্পোর্টস ডেস্ক: ডাকওয়াথ লুইস নিয়মে টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে হারল ভারত। আর পরপর ২ ম্যাচ জিতে সিরিজ জয় গম্ভীরের টিম ইন্ডিয়ার। এদিন প্রথমে ব্যাট করে ১৬২ করেছিল শ্রীলঙ্কা। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ২৬ রানে ৩ উইকেট নেন। বিষ্ণোই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
জবাবে ভারত ব্যাট করতে নেমে প্রথম তিন বলের পর তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। খেলা শুরু হওয়ার পর সংশোধিত পরিস্থিতিতে ডাকওয়াথ লুইস নিয়মে ৮ ওভারে ৭২ রানের লক্ষ্যমাত্রা হয় ভারতের। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১৫ বলে ৩০, অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) ১২ বলে ২৬ এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৯ বলে অপরাজিত ২২ করে ম্যাচ জিতে নেন।
অর্থাৎ ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। এখন দেখার নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে গৌতম গম্ভীর কোনও পরীক্ষা করেন কি না।
#TeamIndia complete a 7 wicket win over Sri Lanka in the 2nd T20I (DLS method) 🙌
They lead the 3 match series 2-0 👍
Scorecard ▶️ https://t.co/R4Ug6MQGYW#SLvIND pic.twitter.com/BfoEjBog4R
— BCCI (@BCCI) July 28, 2024