স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারানোর পরই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। আর এই টেস্টে দলে কোনও পরিবর্তন করল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই জানিয়েছে দিল, প্রথম টেস্টে যে ১৬ জনের স্কোয়াড ছিল দ্বিতীয় টেস্টেও সেই স্কোয়াডই থাকছে।
একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কারা রয়েছেন স্কোয়াডে-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং যশ দয়াল।
🚨 NEWS 🚨
India retain same squad for 2nd Test against Bangladesh.
More Details 🔽 #TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBankhttps://t.co/2bLf4v0DRu
— BCCI (@BCCI) September 22, 2024