স্পোর্টস ডেস্ক: ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে আইপিএলে নজর কেড়েছিলেন ২১ বছরের মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। চোটের জন্য অবশ্য সম্পূর্ণ আইপিএলে তাঁকে পায়নি লখনউ সুপার জায়েন্টস। তবে দিল্লির তরুণ ক্রিকেটার চোট সারিয়ে অনুশীলন শুরু করেছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি। সুস্থ হয়ে ওঠা মায়াঙ্ককে কি অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে দেখা যাবে?
এ বিষয়ে বোর্ড সচিব জয়া শাহ জানিয়েছেন, ‘‘মায়াঙ্ক যাদব দলে থাকবে কি না, বলা সম্ভব নয়। এমন কোনও নিশ্চয়তা দিতে পারব না। মায়াঙ্ক অবশ্য ভাল জোরে বোলার। ওর মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওর দিকে আমাদের নজর রয়েছে। এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে মায়াঙ্ক।’’
উল্লেখ্য, আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।