Saturday, December 20, 2025
spot_img
16.1 C
West Bengal

Latest Update

India vs Bangladesh

India vs Bangladesh | মাত্র ১৪ ঘন্টায় বাংলাদেশকে হারাল ভারত

Follow us on :

ওয়েব ডেস্ক: কানপুরে ভারত টেস্ট জিতে নিল মাত্র ১৪ ঘণ্টায়। টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। দু’দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৭৪.২ ওভার ব্যাট করে তারা। আর জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৫২ রানে লিড নিলেও বাংলাদেশ বড় রান তুলে পাল্টা চাপ তৈরি করতে পারল না। ভারতের সামনে ৯৫ রানের লক্ষ্য রাখে তারা।

পঞ্চম দিনে দু’টি সেশনেই খেলা শেষ হয়ে যায়। ভারতীয় দল ৯৫ রান করতে নেয় মাত্র ১৭.২ ওভার। রোহিত শর্মা (৮) এবং শুভমন গিল (৬) বেশি রান করতে পারেননি। কিন্তু যশস্বী (৫১) এবং বিরাট (২৯) মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। যশস্বী আউট হলেও বিরাট অপরাজিত থেকে যান। ঋষভ পন্থ চার মেরে ম্যাচ জেতান।

ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজের সেরা হলেন অশ্বিন। কানপুরে ম্যাচের সেরা যশস্বী। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচে তিনটি অর্ধশতরান করলেন তিনি। সব চেয়ে বেশি রান করেছেন যশস্বীই। ১৮৯ রান করেন তিনি।

Entertainment