স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপ ফাইনালের পর ফের ভারত এবং দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) মুখোমুখি হয়েছিল। প্রথম টি২০ ম্যাচে সঞ্জু স্যামসনের দূরন্ত ব্যাটিং এবং ভারতের অসাধারণ বোলিং পারফরম্যান্সে বড় ব্যবধানে জয় পায় ভারত। আজ অর্থাৎ রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে কি কোনো পরিবর্তন হচ্ছে, এই নিয়ে জল্পনা চলছে। তবে সম্ভাব্য প্রথম একাদশ কীরকম হতে পারে একবার দেখে নেওয়া যাক-
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আবেশ খান।
📍 Gqeberha #TeamIndia | #SAvIND pic.twitter.com/kEgSvbu6Ql
— BCCI (@BCCI) November 9, 2024