Wednesday, December 10, 2025
spot_img
19.1 C
West Bengal

Latest Update

ICC

টি-২০ সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি দিল ICC

Follow us on :

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ। তার ঠিক আগের দিনই এক দিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তির মুখে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) জানিয়েছে, এই শাস্তির প্রভাব অবশ্য সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি–টোয়েন্টি দলের উপর পড়বে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জিতে নেওয়ার পরও রায়পুরে দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার সম্পূর্ণ করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে লোকেশ রাহুলের দলকে। ম্যাচ আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই জরিমানা ধার্য করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য দলের প্রতিটি ক্রিকেটারের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা ধার্য হয়। রায়পুরে রাহুলের দল সময়ের হিসেবে দুই ওভার পিছিয়ে ছিল। ফলে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন রাহুল, ফলে আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি।

Entertainment