স্পোর্টস ডেস্ক: তাঁকে নিয়ে লড়াই হবে এটা প্রত্যাশাই করা হয়েছিল। যা আশা করা হয়েছিল তা ছাপিয়ে গেল আইপিএল নিলামে (IPL Auction) গ্রিনকে শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কলকাতা (KKR)। শুধু কেকেআর নয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি হলেন তিনি। অতীতে স্টার্ককে ২৪.৭৫ কোটিতে কিনেছিল কলকাতা। তিনিই ছিলেন কেকেআরের সবচেয়ে দামী।
অন্যদিকে, ৭ কোটি টাকায় বেঙ্গালুরুতে গেলেন বেঙ্কটেশ। অনেক চেষ্টা করার পর সাত কোটির অঙ্কে গিয়ে হাল ছেড়ে দিল কলকাতা।




