স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ফলে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। কিন্তু তাঁর চোট কতটা গুরুতর তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। এখন জল্পনা জসপ্রীত বুমরা আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন?
১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে হবে। ১৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্য প্রয়োজনে সেই দলে বদল করা যাবে। শোনা যাচ্ছে, বুমরাকে রেখেই দল ঘোষণা করবে অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। তবে তিনি পুরো সুস্থ না হলে খেলবেন না। সে ক্ষেত্রে পরে তাঁর বিকল্প ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের মার্চ মাসে অস্ত্রোপচার হয়েছিল বুমরার। সেই অস্ত্রোপচার করেছিলেন ক্রাইস্টচার্চের শল্যচিকিৎসক রোয়ানই। তাই তাঁর নাম উঠে আসায় আবার অস্ত্রোপচারের জল্পনা শুরু হয়েছে।