স্পোর্টস ডেস্ক: স্বপ্নপূরণ হয়েছে বটে, কিন্তু যেন এখনও বিশ্বাস করতে পারছেন না জেমাইমা রদ্রিগেজ় ও স্মৃতি মন্ধানারা। রবিবার রাতে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল যখন প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, তখন উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন সবাই। আর সেই আনন্দে ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন জেমাইমা (Jemimah Rodrigues) ও মন্ধানা (Smriti Mandhana)!
সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন জেমাইমা। এক ছবিতে দেখা যায়, তিনি ও স্মৃতি হোটেলের ঘরে পাশাপাশি শুয়ে আছেন, মাঝখানে রাখা বিশ্বকাপ ট্রফি। ছবির ক্যাপশনে জেমাইমা লেখেন, “গোটা বিশ্বকে শুভ সকাল!”
আরও একটি ছবিতে দেখা যায়, তাঁদের সঙ্গে রয়েছেন সতীর্থ অরুন্ধতী রেড্ডি ও রাধা যাদব। সেই ছবির নিচে জেমাইমার ক্যাপশন, “এখনও কি স্বপ্ন দেখছি?”
বোঝাই যাচ্ছে, বিশ্বজয়ের উত্তেজনা ও আবেগের ঘোর এখনও কাটেনি ভারতের মহিলা দলের ক্রিকেটারদের।
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর মাঠজুড়ে শুরু হয় উদ্যাপন। গোটা দল যখন মঞ্চে ট্রফি হাতে উল্লাসে মেতে ওঠে, তখন জেমাইমা আলাদা করে নজর কাড়েন তাঁর অনন্য ভঙ্গিতে। তিনি একটু দূরে গিয়ে শুয়ে পড়েন মাঠের সবুজ ঘাসে, তারপর সেখান থেকেই নিজের ও দলের উদ্যাপনের ছবি তোলেন।
তারপর ট্রফি হাতে গোটা মাঠ প্রদক্ষিণ করে ভারতীয় দল। সঙ্গে ছিলেন দলের সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের পরিবারও।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও জেমাইমা ও স্মৃতির চোখে মুখে স্পষ্ট আনন্দ ও অবিশ্বাসের ছাপ— সত্যিই যেন এক স্বপ্নেরই বাস্তব রূপ পেয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে সেই সোনালি ট্রফি।




