Wednesday, January 7, 2026
spot_img
14.7 C
West Bengal

Latest Update

Kalki Koechlin & Parambrata Chattopadhyay

Kalki Koechlin | Parambrata Chattopadhyay | শীতের কলকাতায় বাঙালি বেশে কল্কি, সঙ্গে পরমব্রত

Follow us on :

ওয়েব ডেস্ক: ফরাসি পরিবারে জন্ম হলেও বাংলা ভাষার সঙ্গে তাঁর সখ্য যে বেশ গভীর, তা আগেই প্রমাণ করেছেন কল্কি কেকলাঁ (Kalki Koechlin)। বছরখানেক আগে স্পষ্ট বাংলা উচ্চারণে ‘ঘুম পাড়ানি মাসি-পিসি’ গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। এবার সেই বলিউড অভিনেত্রীকেই একেবারে বাঙালি বেশে দেখা গেল কলকাতার কলেজস্ট্রিটের ফুটপাতে। কখনও সবুজ শাড়িতে, গায়ে সাদা শাল জড়িয়ে ফোনের স্ক্রিনে চোখ, আবার কখনও শীতের নরম রোদ গায়ে মেখে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সঙ্গে জমিয়ে আড্ডা—এই দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে শহরবাসীর মধ্যে। মুম্বই ছেড়ে কি তবে বাংলা সিনেমার টানেই কলকাতায় কল্কি?

খোঁজ নিয়ে জানা গেল, নতুন একটি হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্যই সম্প্রতি কলকাতায় পা রেখেছেন কল্কি কেকলাঁ। এই সিরিজে তাঁর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গত এক বছর ধরে বলিউডের ছবি ও সিরিজে নিয়মিত কাজ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন পরমব্রত। এবার নিখিল আডবানি প্রযোজিত এই নতুন সিরিজে প্রথমবার কল্কির সঙ্গে জুটি বাঁধলেন তিনি। সিরিজটি তৈরি হচ্ছে আমাজন প্রাইম ভিডিওর জন্য। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে সিরিজের নাম ঠিক হয়েছে ‘কাহের’।

সূত্রের খবর, এই ওয়েব সিরিজে অহনা নামের এক বঙ্গতনয়ার চরিত্রে অভিনয় করছেন কল্কি। পরমব্রতের সঙ্গে প্রথম কাজ হলেও শট দেওয়ার ক্ষেত্রে কোনও জড়তা চোখে পড়েনি। বাঙালির সাজে কলকাতার অলি-গলিতে পরিচালকের নির্দেশ মেনে সাবলীলভাবেই ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন অভিনেত্রী। হাড়কাঁপানো শীতেও প্রয়োজনে গায়ের শাল খুলে শট দিতে হয়েছে তাঁকে। জানা গিয়েছে, রবিবার ছুটির দিনেও বাগবাজারের ঘাট, কলেজস্ট্রিটের বিভিন্ন এলাকায় শুটিং সেরেছেন কল্কি। শটের ফাঁকে সাতসকালে একেবারে বাঙালি কায়দায় লুচি-তরকারি দিয়ে প্রাতঃরাশ করতেও দেখা গিয়েছে তাঁকে।

তবে এই মুহূর্তে সিরিজটি নিয়ে এর বেশি তথ্য প্রকাশ করতে নারাজ নির্মাতারা। দর্শকের জন্য অপেক্ষা, কলকাতার রাস্তায় গড়ে ওঠা এই নতুন গল্প কবে পর্দায় ধরা দেবে।

Entertainment