Tuesday, October 28, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

KIFF 2025

KIFF 2025 | ৬ নভেম্বর শুরু আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, চমক কী কী?

Follow us on :

কলকাতা: ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF 2025), চলবে টানা এক সপ্তাহ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এবারের উৎসবের বিস্তারিত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

এই দিনের সাংবাদিক সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া-সহ চলচ্চিত্র জগতের বহু তারকা। এবারের উৎসবে সঞ্চালকের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।

অরূপ বিশ্বাস জানান, উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এই বছরও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এবারের উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে অজয় কর পরিচালিত, উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ১৯৬১ সালের ক্লাসিক ‘সপ্তপদী’।

এবারের চলচ্চিত্র উৎসবে মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি প্রদর্শিত হবে — যার মধ্যে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। ছবিগুলি ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষায় প্রদর্শিত হবে। থাকছে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার চলচ্চিত্রও।

ইন্দ্রনীল সেন জানান, বিভিন্ন বিভাগে একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এই বারেও থাকছে ‘সিনে আড্ডা’, যার নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী — ‘গানে গানে সিনেমা’।

কোয়েল মল্লিক ঘোষণা করেন, এবারের উৎসবে বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র ও শশী আনন্দকে। এছাড়া ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী ও রিচার্ড বার্টনের শতবর্ষ উদ্‌যাপন করা হবে বিশেষ প্রদর্শনী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে।

‘শোলে’-র ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি।

এছাড়া এই বছরের উৎসবে ১৫টি সমসাময়িক বিদেশি ছবির বিশ্বপ্রিমিয়ার হতে চলেছে। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর একাধিক ছবি — ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’ ও ‘তিতাস একটি নদীর নাম’ — প্রদর্শিত হবে বিশেষ বিভাগে।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য কলকাতা আবার সাজছে আলো, রঙ আর সিনেমার আবহে — শুরু হচ্ছে শহরের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Entertainment