Thursday, January 8, 2026
spot_img
11.5 C
West Bengal

Latest Update

KKR

KKR-এ মুস্তাফিজুরের বিকল্প কোন কোন ক্রিকেটার হতে পারেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না। শনিবার সকালেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই নির্দেশ দেয় কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। বোর্ডের নির্দেশ পাওয়ার পর সরকারি ভাবে প্রতিক্রিয়া জানাল শাহরুখ খানের কেকেআর।

বোর্ডের নির্দেশের পেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স- দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’ কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলারকে। ফলে কেকেআরের ক্রিকেটার সংখ্যা ২৫ থেকে কমে হল ২৪।

এখন প্রশ্ন কে হতে পারে মুস্তাফিজুরের বিকল্প? ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। গত বছর কেকেআরে ছিলেন স্পেন্সর জনসন। তবে একেবারেই ছন্দে ছিলেন না। চার ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। তবে আরও একটি সুযোগ পেতে পারেন। কিন্তু অজি পেসারের ক্ষেত্রে বড় সমস্যা ফিটনেস। কেকেআরের জন্য ফজলহক ফারুকি একজন ভালো বাঁ-হাতি ফাস্ট বোলিং বিকল্প। আইপিএলেও রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। তিনি ১২টি ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন। এখন পর্যন্ত ৫১টি টি-টোয়েন্টিতে ৬৩টি উইকেট নিয়েছেন। নিলামে তিনি অবিক্রিত থেকে গিয়েছেন। এছাড়া কেকেআরের জন্য বিকল্প হতে পারেন জেরাল্ড কোয়েৎজি, ঝাই রিচার্ডসন, আলজারি জোসেফরা।

Entertainment