Saturday, November 1, 2025
spot_img
25 C
West Bengal

Latest Update

Kolkata Metro

Kolkata Metro | হলুদ লাইনে প্রথম ও শেষ ট্রেন কখন?

Follow us on :

কলকাতা: এখন থেকে রাতের দিকেও বিমানবন্দরগামী মেট্রো ধরতে সমস্যা হবে না যাত্রীদের। একইসঙ্গে, বিমানবন্দরে নেমে শহরের বিভিন্ন গন্তব্যে পৌঁছনোও হবে আরও সহজ। কলকাতা মেট্রোর হলুদ লাইনে (Kolkata Metro) (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর) বাড়ছে ট্রেনের সংখ্যা ও সময়সূচি। আগামী ৩ নভেম্বর, সোমবার থেকে শুরু হবে এই নতুন পরিষেবা — শুক্রবার একথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে মোট ১২০টি মেট্রো (৬০টি আপ, ৬০টি ডাউন) চলবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো এতদিন ছাড়ত সকাল ৭টা ৫৫ মিনিটে, এখন তা ছাড়বে আরও আগে, সকাল ৭টা ১৮ মিনিটে। অন্যদিকে, বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৮টার বদলে ৭টা ৪০ মিনিটে ছাড়বে।

শেষ ট্রেনের সময়ও বাড়ানো হয়েছে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী শেষ মেট্রো এতদিন ছাড়ত রাত ৮টায়, এখন তা ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে, আগের ৮টা ৫ মিনিটের পরিবর্তে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন সময়সূচি কার্যকর হলে বিমানবন্দরে পৌঁছনো ও শহরে ফেরা উভয়ই হবে আরও সুবিধাজনক। যাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, এত দিন শনিবার ওই রুটে চলত ৪৪টি মেট্রো। রবিবার চলত ৪০টি মেট্রো। এবার সেই সংখ্যা বেড়ে হচ্ছে ৭৮টি (৩৯টি আপ এবং ৩৯টি ডাউন)।

তবে এখানেই শেষ নয় — ৩ নভেম্বরের পরের সপ্তাহান্ত থেকে আরও বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। তখন প্রতি শনিবার ও রবিবার ওই রুটে চলবে ৯২টি মেট্রো (৪৬টি আপ, ৪৬টি ডাউন)। আগে সপ্তাহান্তে মেট্রো মিলত ৩৫ মিনিট অন্তর। নতুন সূচি অনুযায়ী, এবার প্রতি ১৮ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে যাতায়াতের সুবিধা বাড়াতে ও যাত্রীদের চাপ সামলাতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে সপ্তাহান্তে বিমানবন্দর যাত্রীদের জন্য ভরসা হতে চলেছে হলুদ লাইনের মেট্রো।

Entertainment