Tuesday, October 28, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Cyclone Montha

Cyclone Montha | ঘূর্ণিঝড় মন্থা’র ল্যান্ডফল কখন এবং কোথায়?

Follow us on :

ওয়েব ডেস্ক: দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Montha) ক্রমেই শক্তি সঞ্চয় করছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ২৪৫ কিলোমিটার, কাঁকিনাডা থেকে ৩১৫ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। গত ৬ ঘণ্টায় এর গতিবেগ ১৮ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে ১৫ কিলোমিটার, অর্থাৎ প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে এটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় আজ ভোর সাড়ে ৫টায় ‘মন্থা’ সাধারণ ঘূর্ণিঝড় থেকে ‘প্রবল’ বা ‘সিভিয়ার সাইক্লোন’-এ পরিণত হয়েছে। আগে অনুমান করা হয়েছিল যে এটি মধ্যরাতের পর ভূমিভাগে প্রবেশ করবে, তবে সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী আজ সন্ধ্যার পর যে কোনও সময় ল্যান্ডফল ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরের উচ্চ তাপমাত্রা এবং বাতাসের গতিপথ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, ‘মন্থা’-র রিকার্ভ বা বাঁক খেয়ে দিক পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

হাওয়া অফিস জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনকে উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।

Entertainment