Thursday, December 18, 2025
spot_img
19.7 C
West Bengal

Latest Update

Lionel Messi

Lionel Messi | মেসির বাঁ পায়ের ইনসিওরেন্স ভারতীয় টাকায় কত জানেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: তিন দিনের জন্য ভারত সফরে এসেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। কলকাতা ও হায়দরাবাদ, মুম্বইয়ের পর আজ দিল্লিতে। এই সফরে ‘GOAT কাপ’ ও মেগা কনসার্ট-সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তবে কলকাতায় আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থার কারণে মাঠে নামার সুযোগই পাননি মেসি। হায়দরাবাদে অবশ্য ভক্তদের হতাশ করেননি তিনি। পেনাল্টি শুট-আউট, বলের স্কিল প্রদর্শন, গ্যালারির দিকে বল ছোড়া—সবই করেছেন। কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৯০ মিনিটের কোনও ম্যাচে কিংবা এমনকি স্বল্প সময়ের কোনও প্রীতি ম্যাচেও নামবেন না লিওনেল মেসি।

এর নেপথ্যে রয়েছে একটাই বড় কারণ— বিমা (ইনসিওরেন্স)। বিশ্বের সবচেয়ে দামি বিমাকৃত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, তাঁর বাঁ পায়ের বিমামূল্য প্রায় ৯০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮১৫২ কোটি টাকা। কেরিয়ার শেষ করে দিতে পারে এমন কোনও চোট লাগলে, চিকিৎসা ও আর্থিক ক্ষতির জন্য এই বিপুল অঙ্কের বিমাই তাঁর নিরাপত্তা।

তবে এই বিমার শর্ত অত্যন্ত কড়া। ক্লাব বা দেশের হয়ে অফিসিয়াল ম্যাচ ছাড়া অন্য কোনও প্রতিযোগিতায় নামলে বিমার সুরক্ষা কার্যত কার্যকর থাকে না। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল ও এমএলএস ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ভারত সফরে তাঁর কোনও অফিসিয়াল ম্যাচ নেই। ফলে প্রদর্শনী বা প্রীতি ম্যাচে নামলে চোটের ঝুঁকি থাকলেও বিমার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এই প্রসঙ্গে উঠে আসে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের নাম। তাঁর চুক্তিতে ছিল বিখ্যাত ‘লাভ অব দ্য গেম’ ধারা, যার ফলে তিনি যে কোনও জায়গায়, যে কারও সঙ্গে খেলতে পারতেন এবং চোট পেলেও ক্লাবের পারিশ্রমিক থেকে বঞ্চিত হতেন না। কিন্তু মেসির বিমা চুক্তিতে এমন কোনও ধারা রয়েছে বলে জানা যায়নি।

ফলে ভারত সফরে মেসিকে দেখা যাবে মঞ্চে, অনুষ্ঠানে, ভক্তদের সঙ্গে সময় কাটাতে। বড়জোর বল নাচাতে বা পাসিং স্কিলে। কিন্তু পূর্ণ সময়ের ফুটবল ম্যাচে—সেই স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় সমর্থকদের।

Entertainment