Thursday, December 18, 2025
spot_img
27 C
West Bengal

Latest Update

Lionel Messi

Lionel Messi | দিল্লিতে মেসিকে খেতে হবে ২৭টি সিগারেট? AQI কত জানেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই পর্ব শেষ করে এবার রাজধানী দিল্লিতে ফুটবল মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। ভারতে ‘গোট কনসার্ট’-এর সমাপ্তি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তের আগে মেসি-ভক্তদের কপালে চিন্তার ভাঁজ—প্রবল বায়ুদূষণের মধ্যেই জনসংযোগ ও অনুষ্ঠানে অংশ নিতে হবে তাঁদের প্রিয় তারকাকে।

সোমবার দুপুরে দিল্লিতে পৌঁছেছেন মেসি। অরুণ জেটলি স্টেডিয়ামে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে হাজির থাকতে পারেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও। তবে সোমবার সকালেও ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকা। জাহাঙ্গিরপুরা এলাকায় বায়ু গুণমান সূচক (AQI) পৌঁছেছে ৪৯৮-এ, যা ‘গুরুতর’ পর্যায়ের অনেক ঊর্ধ্বে। রবিবারের তুলনায় সোমবার দূষণের মাত্রা আরও বেড়েছে।

পরিবেশবিদদের মতে, দিল্লির বর্তমান বাতাসে একদিন নিঃশ্বাস নেওয়া মানে কার্যত ২৭টি সিগারেট খাওয়ার সমান। AQI যদি ৪৯৪-এর গণ্ডি পেরোয়, তবে সেই দূষণের প্রভাব শরীরে ঠিক এমনই ক্ষতিকর হয়ে ওঠে। সেই ভয়ংকর পরিবেশের মধ্যেই রাজধানীতে আসছেন মেসি।

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। কেউ রসিকতা করে লিখছেন, “শুনেছি মেসির বাঁ পা নাকি ৯০০ মিলিয়ন ডলার দিয়ে ইনসিওর করা। কিন্তু ফুসফুসের ইনসিওরেন্স আছে তো?” আবার কারও মন্তব্য, মেসির ৮৯৬টি কেরিয়ার গোলকেও নাকি ছাপিয়ে যেতে পারে দিল্লির দূষণের মাত্রা! মেসি ও বিরাট কোহলিকে একসঙ্গে দেখার অপেক্ষায় দিল্লিবাসী, কিন্তু প্রবল ধোঁয়াশার মধ্যে আদৌ তাঁদের স্পষ্টভাবে দেখা যাবে কি না, সেই প্রশ্নও উঠছে।

উল্লেখ্য, দীপাবলির পর থেকেই ভয়াবহ রূপ নিয়েছে দিল্লির বায়ুদূষণ। পরিস্থিতি সামাল দিতে ‘ক্লাউড সিডিং’-এর মতো উদ্যোগ নিয়েছিল দিল্লি সরকার। তবে তিনটি ব্যর্থ ট্রায়ালে ইতিমধ্যেই প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, অথচ বাস্তবে কোনও সুফল মেলেনি। বরং দিন দিন বেড়েই চলেছে দূষণের মাত্রা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই দূষণ শিশু ও প্রবীণদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠছে।

এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই দিল্লিতে আসছেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। রাজধানীর আকাশে তাঁর আগমন যেমন উন্মাদনা ছড়াচ্ছে, তেমনই দূষণের ভয় ছায়া ফেলছে গোটা আয়োজনের উপর।

Entertainment