Saturday, December 20, 2025
spot_img
17.7 C
West Bengal

Latest Update

India vs Bangladesh

India vs Bangladesh | ভারতের বল নিয়ে চাপে লিটন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সাধারণত কোকাবুরা বলে খেলে অভ্যস্ত। কিন্তু ভারতে এসে এসজি বলে খেলতে হবে। তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন লিটন দাস (Liton Das)। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর লিটন বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছি আমরা। তবে সেটা অতীত। ভারতের বিরুদ্ধে খুব কঠিন একটা সিরিজ়‌ খেলতে নামব আমরা। ক্রিকেটার হিসাবে আমি পাকিস্তান সিরিজের কথা ভুলে গিয়েছি। তবে নিঃসন্দেহে আত্মবিশ্বাস পেয়েছি আমরা।”

লিটনের সংযোজন, “ভারত বড় দল। ওখানে আলাদা বলে খেলতে হবে। আমরা সেই বলে খুব একটা খেলি না। বেশ কঠিন হতে চলেছে ব্যাপারটা। সবাই এটা নিয়ে বাড়তি অনুশীলন করছে।”

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) সিরিজ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে।

Entertainment