ওয়েব ডেস্ক: প্রস্তুতি ছাড়াই এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে—এই অভিযোগ তুলে রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু এসআইআর নয়, নির্বাচন কমিশনের সামগ্রিক কার্যপদ্ধতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি।
এবার সেই অভিযোগের ভিত্তিতে সরাসরি আইনি পথে যাওয়ার বার্তা দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। গঙ্গাসাগর থেকে সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, বিষয়টি আদালতে নিয়ে যাওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আইনের পথে যাব। প্রয়োজন পড়লে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব।” একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তিনি নিজেও একজন আইনজীবী।
শাসকদলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে মানুষের হয়রানির শেষ নেই। আতঙ্ক ও চাপের কারণে একাধিক মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছে। এমনকী এসআইআর সংক্রান্ত শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে বলেও দাবি তৃণমূলের। এই ইস্যুতে আগেও একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
মানুষের দুর্ভোগ প্রসঙ্গে কমিশনকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘হোয়াটসঅ্যাপের মাধ্যমে’ কমিশন চালানো হচ্ছে। সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়েও তিনি ফের একবার এই ইস্যুতে মুখ খোলেন। একইসঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।




