কলকাতা: মঙ্গলবার বিকেলে গায়ক নচিকেতা চক্রবর্তীকে দেখতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, বেলা সাড়ে তিনটা নাগাদ হঠাৎই হাসপাতালে আসেন তিনি। প্রায় পনেরো মিনিট নচিকেতার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গায়কের চিকিৎসা কতদূর এগিয়েছে এবং তিনি কতটা সাড়া দিচ্ছেন— তা বিস্তারিতভাবে জানতে চান মমতা। নচিকেতাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন তিনি। পাশাপাশি, ভবিষ্যতে নিজের শরীরের প্রতি আরও যত্নবান হতে গায়ককে মৃদু শাসনও করেন মুখ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে খবর, দু’টি স্টেন্ট বসানোর পর দ্রুত সেরে উঠছেন নচিকেতা। ইতিমধ্যেই তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। খাওয়াদাওয়া করছেন, কথা বলছেন, এমনকি পছন্দের বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে। সুস্থ বোধ করতেই নাকি তিনি আবার মঞ্চে ফেরার ইচ্ছাও প্রকাশ করেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই তাঁকে ছাড়া হবে না। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে বৃহস্পতিবার পর্যন্ত। শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই ছুটি দেওয়া হবে।
গত শনিবার রাতে আচমকা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় নচিকেতার। অতিরিক্ত ঘাম হতে থাকায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। পরিবারের সম্মতি মিলতেই জরুরি অস্ত্রোপচার করে দু’টি স্টেন্ট বসানো হয়। টানা মঞ্চানুষ্ঠানের চাপ থেকে অতিরিক্ত পরিশ্রমেই অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন চিকিৎসকেরা এবং গায়কের ঘনিষ্ঠ মহল।




