Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Air India Plane Crash

Air India Plane Crash | আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু হতাহতের আশঙ্কা

Follow us on :

ওয়েব ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান (Air India Plane Crash)। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে সবমিলিয়ে হতাহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। বিমানটি আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে জানা গিয়েছে। উড়ানের সময় দুর্ঘটনা ঘটে, বিমানটি আছড়ে পড়ে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে।
বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Entertainment