Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

Ind vs Ban

Ind vs Ban | বাংলাদেশের হাসি কাড়লেন অশ্বিন-জাদেজা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: টেস্টের (Ind vs Ban) প্রথম দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। একে একে রোহিত-গিল-বিরাট প্যাভিলিয়নে। হাসি চওড়া হচ্ছিল বাংলাদেশ অধিনায়ক শান্তর। কিন্তু ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেছিলেন যশস্বী জসওয়াল এবং ঋষভ পন্থ। আর বাকিটা করে ফেললেন রবিচন্দন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দু’জনেই ক্রিজে অপরাজিত। একজন শতরান করে দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়েছেন। অন্য জন্য যোগ্য সঙ্গত দিয়ে ৮৬ রানে অপরাজিত।প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান।

অন্যদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা ভরসা রেখেছিলেন লোকেশ রাহুলের উপর। বলেছিলেন, “রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে। আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই। সেটা ওকে বলা হয়েছে। আমরা চাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনতে।” সেই সেরাটা বার করে আনতে পারলেন না। রাহুল আউট হলেন স্পিনার মেহেদি হাসান মিরাজের বিরুদ্ধে। বাকি ব্যাটারদের সমস্যায় ফেলছিলেন পেসারেরা। কিন্তু এক জন স্পিনারের বিরুদ্ধে রাহুলের আউট হওয়া সমর্থকদের খুশি করতে পারছে না।

Entertainment