Wednesday, January 7, 2026
spot_img
14.7 C
West Bengal

Latest Update

Google Search

কোহলি বা সানি লিওনি নয়, Google-এ এবার কাকে বেশি খুঁজল ভারতীয়রা?

Follow us on :

ওয়েব ডেস্ক: খবর খোঁজার অন্যতম বড় মাধ্যম এখন গুগল (Google Search)। ২০২৫ সালে ভারতীয়রা গুগলে কী কী বিষয় সবচেয়ে বেশি খুঁজেছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। আর সেই তালিকা দেখলেই স্পষ্ট—ভারত যে ক্রিকেট-পাগল দেশ, তা আরও একবার প্রমাণিত।

গুগল সার্চে ভারতের এক নম্বরে রয়েছে আইপিএল। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত নানা সার্চ। তিন নম্বরে রয়েছে ‘অপারেশন সিঁদুর’—যা সারা বছর ধরেই কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল।

ব্যক্তিনাম দিয়ে সার্চের ক্ষেত্রেও মিলেছে বড় চমক। নরেন্দ্র মোদী বা অমিতাভ বচ্চন নন, ২০২৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তি হলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৭ বছরের এই কিশোরের ব্যাটিং পারফরম্যান্স গোটা দেশে আলোড়ন ফেলেছে। তালিকায় পরের নামটি আরও চমকপ্রদ—কয়েকদিন আগেই প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র।

মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্বের তালিকাতেও রয়েছে ব্যতিক্রম। ভারতের মোস্ট সার্চড পার্সোনালিটিজের শীর্ষে কোনও ভারতীয় নন, বরং মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়মস।

বিনোদন জগতের সার্চ ট্রেন্ডেও চেনা তারকাদের দাপট নেই। শাহরুখ খান, সলমন খান বা আমির খানকে পিছনে ফেলে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে ছবি ‘সইয়ারা’র দুই নবাগত অভিনেতা অহান পাণ্ডে ও অনীত পড্ডাকে।

ভ্রমণপিপাসু ভারতীয়দের সার্চ তালিকাতেও রয়েছে চমক। এক ও দুই নম্বরে যথাক্রমে মহাকুম্ভ ও কাশ্মীর থাকলেও, তিন ও চার নম্বরে উঠে এসেছে গুজরাটের সোমনাথ মন্দির এবং পুদুচেরি। পাশাপাশি, চিনে তৈরি ‘লাবুবু’ পুতুলও গুগল সার্চ ট্রেন্ডের প্রথম দশে জায়গা করে নিয়েছে।

সব মিলিয়ে, ২০২৫ সালের গুগল সার্চ ট্রেন্ড ভারতের আগ্রহ, আবেগ ও কৌতূহলের এক স্পষ্ট ছবি তুলে ধরেছে।

Entertainment