ওয়েব ডেস্ক: শোনা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান ২ (Pathaan 2)-এর শুটিং হতে পারে প্রখ্যাত কবি পাবলো নেরুদার (Pablo Naruda) দেশ চিলিতে (Chile)। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রায় চার বছর পর শাহরুখ খানের দুরন্ত কামব্যাক দেখেছিল তাঁর অনুরাগীরা ‘পাঠান'(Pathyan ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীর্ঘদিন শাহরুখকে তাঁর ভক্তরা পর্দায় দেখতে পায়নি। তারপর শাহরুখের ‘পাঠান’ দেশ-বিদেশে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এখন দর্শকরা আশায় দিন গুনছে কবে আসবে ‘পাঠান’ ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘পাঠান ২’। ‘পাঠান’ ছবির শুটিং হয়েছিল স্পেনের বিভিন্ন লোকেশনে।
ইতিমধ্যেই শুরু হয়েছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের (Yashraj Films Spyuniverse) জনপ্রিয় চরিত্রকে আবার পর্দায় ফেরানোর কাজ। এবার চিলিতেই হতে পারে এই ছবির শুটিং।
প্রসঙ্গত, সম্প্রতি এদেশে এসেছিলেন চিলির প্রেসিডেন্ট গ্যাবরিয়েল বোরিক ফন্ট। যিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর মুম্বইয়ে এসেছিলেন। সেখানেই তিনি বলিউড চিত্র-নির্মাতাদের সঙ্গে কথা বলেছিলেন। শোনা যাচ্ছে আগামী বছর ‘লাকাদ বাপ্পা ৩’ ছবির শুটিং হবে চিলিতে। ঠিক একই সময় ‘পাঠান ২’ ছবির শুটিং করার কথা শোনা হচ্ছে। তবে ২০২৩ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল ‘পাঠান ২’ মুক্তি পেতে পারে ২০২৬ এর জানুয়ারি মাসে।