স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Ind vs NZ) প্রথম টেস্টের জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। মূল দলে নেই প্রসিদ্ধ কৃষ্ণ। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য রিজার্ভ সদস্য হিসাবে রাখা হয়েছে তাঁকে। দলের সঙ্গেই সফর করার কথা তাঁর। মূল দলে থাকা যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ বা আকাশ দীপের মধ্যে কেউ চোট পেলে মূল দলে আসার সুযোগ ছিল প্রসিদ্ধের। ভারতীয় ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করাও ছিল তাঁর অন্যতম দায়িত্ব।
কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচে প্রসিদ্ধ চোট পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। রবিবার কর্নাটক-মধ্যপ্রদেশ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। কর্নাটক শিবির সূত্রে খবর, ২৮ বছরের জোরে বোলারের দৌড়তে সমস্যা হচ্ছে। পায়ে লাগছে তাঁর।
অন্যদিকে, সম্পূর্ণ ফিট না হওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে মহম্মদ শামিকে পাচ্ছেন না রোহিত শর্মারা।