Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Narendra Modi

Narendra Modi | কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত

Follow us on :

ওয়েব ডেস্ক: সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  তিনি ভারত ও পাকিস্তান, দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় আন্তর্জাতিক ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। সেই কথা আরও এক বার ‘মনে করালেন’ ট্রাম্প। ঘটনাচক্রে তাঁর মন্তব্যের কিছু ক্ষণ পরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি এদিন স্পষ্ট জানান, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হগলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।

Entertainment