ওয়েব ডেস্ক: রণবীর কাপুরের পরবর্তী ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এর প্রথম পোস্টার। দীর্ঘ দিন ধরেই আলোচনার কেন্দ্রে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে।
প্রথম পোস্টারে দেখা গিয়েছে ছবি মুক্তির সম্ভাব্য সময়। দু’টি ভাগে মুক্তি পাবে এই ‘ম্যাগনাম ওপাস’। প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে উৎসাহিত দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে। পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, “প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখিছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি— রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র এবং দৃশ্যত চমকদার করে উপস্থাপন করা।”